Sasraya News

Friday, March 28, 2025

Bhangar : ভাঙড়ের কিছু জায়গায় ১৪৪ ধারা জারি

Listen

ভাঙড়ের কিছু জায়গায় ১৪৪ ধারা জারি

সাশ্রয় নিউজ ★ ভাঙড় : ভাঙড় ২ ব্লকে উপসমিতি গঠন। আজ মোট ১০ টি পপঞ্চায়েতে উপ সমিতি গঠন হবে উল্লেখ। লেদার কমপ্লেক্স ও কাশিপুর থানার কিছু কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এলাকায় অশান্তি এড়াতেই এই পদক্ষেপ বলে উল্লেখ। ভাঙড় ২ নম্বর ব্লকে মোট আসন ১০ টি। ৯-টিতেই জয়ী হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। একটি আসন পায় জমি-জীবিকা বস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। নির্দলের ওই পঞ্চায়েতটি তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ি পোলেরহাট ২ গ্রামপঞ্চায়েত এলাকা। গতকাল কোচপুরে তৃণমূল ও ISF কর্মীদের ভেতর সংঘর্ষ হয়। কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment