Sasraya News

Saturday, February 15, 2025

Bhangar : আরাবুলের গ্রেফতারের পরের দিন তৃণমূল আইএসএফ কোন্দল ভাঙড়ে

Listen

সাশ্রয় নিউজ ★ ভাঙড় : ভাঙড়ের (Bhangar) তৃণমূল নেতা আরাবুল ইসলামকে বৃহস্পতিবারের গ্রেফতার করে পুলিশ। সেদিনই রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে আসা হয় লালবাজারে। পুলিশ সূত্রে খবর, ‘স্পর্শকাতর’ নেতা হওয়ায় তাঁকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে এ-ও খবর, আরাবুল ইসলামের বিরুদ্ধে খুন ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। তাঁর গ্রেফতারির পরের দিন শুক্রবার তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের ভেতর কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের কোচ পুকুর। স্থানীয় সূত্রে খবর, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয় কোচবেড়িয়া। আইএসএফ সূত্রে খবর, তাঁদের দলীয় পতাকা আগে থেকেই লাগানো ছিল। সেই পতাকা খুলে দিয়ে পতাকা লাগাচ্ছিল তৃণমূল কংগ্রেসের লোকজন। আমরা এই ঘটনার প্রতিবাদ করি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আইএসএফের পতাকা আগে থেকেই খোলা পড়ে ছিল নিচে। তৃণমূল কংগ্রেসের কেউ পতাকা ছেঁড়েনি। ঘটনা উত্তপ্ত হয়ে উঠলে উত্তর কাশিপুর থানার পুলিশ এলাকায় উপস্থিত হয়। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ লাঠিচার্জ করে। এলাকায় মোতায়েন রয়েছে র‍্যাফ। -ফাইল চিত্র 

আরও পড়ুন : Sonam Wangchuk : পূর্ণ রাজ্যের দাবিতে অনশনে বসবেন সোনম ওয়াংচুক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment