Sasraya News

Thursday, February 13, 2025

Berhampore : হোস্টেলে নার্সের অস্বাভাবিক মৃত্যু

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : নার্সের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ বহরমপুরে (Berhampore)। মুর্শিদাবাদের বহরমপুরের একটি নার্সিংহোমের হোস্টেলে ওই নার্সের মৃত্যু হয় বলে খবর। মৃতার নাম ঝুমা সিংহ। পরিবারের লোকজন দাবি করেন, তাঁদের ওই নার্সিংহোম কর্তৃপক্ষ খবর দেয় যে, বিষ খেয়ে আত্মহত্যা করেছে ঝুমা। এই খবর শুনে অবাক হয়ে যান পরিবারের সদস্যরা। মৃতার পরিবারের অভিযোগ, তাঁরা নার্সিংহোমে গিয়ে মৃতার মোবাইল ফোন পাওয়া পাননি। এমনকী তাঁর পরিহিত সোনার গয়নাও দেহ থেকে লোপাট। উল্লেখ্য শনিবার রাতের এই ঘটিনার পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই ওই নার্সের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

-প্রতীকী চিত্র 

আরও পড়ুন : Deadbody Recoverd : বহরমপুর ভাগীরথী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment