Belgharia : প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে এলোপাতাড়ি কোপাল যুবক

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : যুবকের প্রেমের প্রস্তাবে রাজি হননি নাবালিকা। এই জন্য যুবকের ভয়ঙ্কর রোষে পড়েন নাবালিকা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন। সূত্রের খবর, ধৃত যুবকের নাম অভিজিৎ দত্ত। তিনি বেলঘরিয়া (Belgharia) প্রফুল্লনগরের বাসিন্দা বলে উল্লেখ।

বুধবার, নবম শ্রেণীর ওই ছাত্রী তাঁর মায়ের সঙ্গে ফিরছিলেন বলে সূত্রের খবর। আচমকাই ওই যুবক পেছন থেকে এসে ওই নাবালিকাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। কন্যাকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর মা-ও। উত্তেজিত হয়ে ওঠে জনতা। ধরে ফেলেন ওই যুবককে। তুলে দেন বেলঘরিয়া থানার পুলিশের হাতে।

কিন্তু কেন এই হামলা? সূত্রের খবর, নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন যুবক। পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে। খতিয়ে দেখছে, প্রেমঘটিত নাকি অন্য কোনও রোষ! পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে সবই।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Rahul Gandhi : সাংসদ বেতনের অর্থ ওয়ানাড়কে দিলেন রাহুল গান্ধী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন