



সাপের কামড়ে অকালে প্রাণ গেল ৬ বছরের শিশুর
সাশ্রয় নিউজ ★ বসিরহাট : সাপের কামড়ে অকাল প্রয়াত এক শিশু। মৃতের নাম সাইন সরদার (৬)। বাড়ি বসিরহাটের কোটাবাড়িতে। মৃতের পরিবার সূত্রে খবর, মোবাইলে গেম খেলছিল সাইন। সে সময়ই তাঁকে বিষধর সাপ ছোবল মারে। অচৈতন্য হয়ে পড়ে শিশুটি। দ্রুত তাঁকে নিকটবর্তী যোগেশচন্দ্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু চিকিৎসকরা সাইনকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ।
ছবি : প্রতীকী
