Sasraya News

Wednesday, June 18, 2025

Basanti Incident : মর্মান্তিক কাণ্ডে স্তব্ধ বাসন্তী: সম্পত্তির বিবাদে দেওরের হাতে বৌদির খুন

Listen

সাশ্রয় নিউজ ★ বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম শোকে স্তব্ধ। এক বিভীষিকাময় ঘটনার সাক্ষী হল গ্রামবাসীরা— সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দেওরের হাতে প্রাণ হারালেন এক মহিলা। শনিবার সকালে প্রকাশ্য দিবালোকে, ধারালো অস্ত্র দিয়ে নিজের বৌদি সতী মণ্ডলের শিরচ্ছেদ করে রক্তাক্ত দেহ ফেলে রেখে, হাতে কাটা মুণ্ডু ও অস্ত্র নিয়ে তিন কিলোমিটার হাঁটতে দেখা যায় অভিযুক্তকে। অভিযুক্ত মৃতার দেওর। নাম বিমল মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, ৯ মাস আগে সতী মণ্ডলের স্বামী মারা যাওয়ার পর থেকে পুকুরের মাছ, জমির ফসল নিয়ে দেওর-বৌদির মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। শুক্রবার বৌদি সতী মণ্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে বিমলের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগের পরদিনই শনিবার সকালে মাঠে কাজ করার সময় ধারালো অস্ত্র দিয়ে সতীর ওপর হামলা চালায় বিমল। ঘটনার পর হাতে কাটা মুণ্ডু অন্য হাতে অস্ত্র নিয়ে রাস্তায় হাঁটতে থাকে অভিযুক্ত। ঘটনার আকস্মিকতায় আতঙ্কে তটস্থ হয়ে যায় গোটা গ্রাম।পুলিশ সূত্রে জানা যায়, থানায় পৌঁছানোর পথে মাঝপথেই বিমলকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সম্পত্তি সংক্রান্ত এই বিবাদ এতটা ভয়ঙ্কর রূপ নেবে তা ভাবতেই পারেননি কেউ। গ্রামের মানুষের চোখে জল, কান্না আর শিউরে ওঠা আতঙ্ক।

এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে প্রশ্ন উঠছে—সম্পত্তির লোভ কি মানুষকে এমন হিংস্র করে তোলে? একটি পরিবারের সম্পূর্ণ ধ্বংসের পথে এই হত্যাকাণ্ড। সমাজের প্রতিটি স্তরে এই ঘটনার প্রতিফলন যেন এক কঠিন বার্তা, যা আমাদের বিবেককে নাড়া দেয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। এই ঘটনা আবারও প্রমাণ করে, পারিবারিক কলহ যখন চরমে ওঠে, তখন তা কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।

আরও পড়ুন : Marriage in Ancient Egypt : প্রাচীন মিশরে বিবাহের রীতি

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment