Sasraya News

Baruipur : বারুইপুর থানা চত্বরে আগুন

Listen

বারুইপুর থানা চত্বরে আগুন 

সাশ্রয় নিউজ : বারুইপুর থানা চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগে আজকে। ওই গাড়িটি থেকে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি গাড়িতে। দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িগুলো। পুলিশসুত্রে খবর, গতকাল রাত্রিবেলা এলাকায় বেআইনি একটি বাজি কারখানায় অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ। সেই অভিযান থেকে উদ্ধার হয় বাজির মশলা ও বাজি তৈরির সরঞ্জাম। মশলার গাড়িটি থেকেই আগুন অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read