Sasraya News

Baruipur : ফের শিশু নিগ্রহ, গ্রেফতার বাসচালক

Listen

ফের শিশু নিগ্রহ, গ্রেফতার বাসচালক

সাশ্রয় নিউজ ★ বারুইপুর : তিলজলায় শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। ফের একজন বছর এগারোর শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক বাস চালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে উল্লেখ, ওই ব্যক্তিকে শিশুটিকে দিনেরপর দিন যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত্রিবেলা অভিযুক্তকে বারুইপুরের পিরপুকুর থেকে গ্রেফতার করে। তিনি ২১৮ নম্বর রুটের বাস চালক। ধৃত ব্যক্তির নাম দিলীপ হালদার। অভিযুক্ত নিগৃহীত শিশুটির মায়ের পরিচিত বলে উল্লেখ।

-ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read