



বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু যাত্রীর
সাশ্রয় নিউজ ★ বর্ধমান : বর্ধমান (Barddhaman) স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে (Water Tank Collapsed) মৃত্যু তিন যাত্রীর। রেল সূত্রে খবর, আরও ক’য়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে ওই ১৫, ৮০০ জলের ট্যাঙ্কটি ছিল। ওই সময় প্ল্যাটফর্মে ক’য়েকজন যাত্রী অপেক্ষা করছিলেন ট্রেনের। এমন সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্কটি। প্রসঙ্গত ২০২০ সালের এক রাতে এই বর্ধমান স্টেশনের ঝুল বারান্দা ভেঙে পড়েছিল। আহত হয়েছিলেন ২ জন। আজ জলের ট্যাঙ্ক ভেঙে তিন জনের মৃত্যুর ঘটনাতেও চাঞ্চল্য ছড়ায়।
