Sasraya News

Friday, March 28, 2025

Bankura : পথ দুর্ঘটনার অকালে প্রাণ গেল বাবা ও ছেলে

Listen

পথ দুর্ঘটনার অকালে প্রাণ গেল বাবা ও ছেলে

সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : বাঁকুড়ার বিষ্ণুপুরে দু’টি আলাদা আলাদা পথদুর্ঘটনায় প্রাণ হারান ৩ জন। ৬০ নম্বর জাতীয় সড়কে ম্যাটাডোরের ধাক্কায় প্রাণ হারান বাবা ও ছেলে। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক আনন্দমোহন শো বাইকে তাঁর ১০ বছরের পুত্রকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ৬০ নম্বর জাতীয় ম্যায়াডোরের ধাক্কায় প্রাণ হারান বাবা ও ছেলে। অন্যদিকে আরেকটি পথ দুর্ঘটনা বিষ্ণুপুরের বামন বাঁধে। দ্রুত গতিতে যাওয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক গৃহবধূর। মৃতার নাম সমাপ্তি লাহা। ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হন। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক গ্রেফতার হয়েছে।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment