



কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। বিক্ষোভ দলেরই একাংশের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংগঠনের কাজে হস্তক্ষেপের অভিযোগ বিজেপিরই একাংশের। ক্ষোভ ছড়িয়ে পড়ে রাস্তাতেও। ছাতনার রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধরা বলে উল্লেখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগেও দলীয় কর্মীদের বিক্ষোভের শিকার হন এই সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
-ফাইল চিত্র
