



অব্যবহৃত বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার। এলাকায় চাঞ্চল্য
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : বাঁকুড়া শহরের একটি অব্যবহৃত বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুড়ো কালিতলায় ওই বাড়িটি প্রাচীন ও ঐতিহ্যশালী বলে এলাকার মানুষজন জানান। এলাকাবাসীদের কথায়, ওই বাড়ির যা কিছু আসবাবপত্র সবই চুরি হয়ে গিয়েছে। বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা আছে। তাঁরা আরও জানান, বাড়িটি রাজবাড়ি। কিন্তু তালা বন্ধ হয়ে আছে। প্রতিদিন রাতে ওই বাড়ি থেকে শব্দ আসে। কীসের শব্দ তা জানার জন্য এলাকার বাসিন্দারা ওই বাড়িতে প্রবেশ করেন। ভেতরে ঢুকে হাড়গোড় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাড়িটি থেকে হাড়গোড় ও একটি লোহার সিন্দুক উদ্ধার করে নিয়ে যান বলে উল্লেখ। মঙ্গলবারের ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া হাড়গোড়গুলো ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে।
