Sasraya News

Saturday, February 8, 2025

Banka River : বাঁকা নদীর উৎস খোঁজে বিজ্ঞানকর্মীরা

Listen

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : বাঁকা নদীর (Banka River) উৎসের খোঁজে অভিযান চালালো বিজ্ঞানকর্মীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ-এর উদ্যোগে চলতি মাসের ২২ তারিখ অভিযান শুরু হয় বলে উল্লেখ। জানা যায়, ১২৫ কি.মি. দীর্ঘ এই নদীর শুরু ও শেষ খোঁজার চেষ্টা করা হয়। বিজ্ঞানকর্মীদের দাবী, এই নদীতে পুনর্জীবন নিয়ে আসতে হবে। অবিভক্ত বর্ধমানের বাসিন্দাদেরও অনেকের দাবি, ‘এই নদী অবহেলায় পড়ে আছে। সংস্কার করে ফেরানো হোক নদীর স্রোত।’ ইতিহাসবিদ সর্বজীৎ যশ-এর কথায়, ‘সরকারী বোর্ডেও বাঁকা লেখা থাকছে। এ থেকেই বোঝা যায় বাঁকা নদী কতটা অবহেলিত। কোনও একটা নদী এভাবে হারিয়ে গেলে খুবই খারাপ লাগে। তাই বাঁকাকে বাঁচাতে উদ্যোগ নেওয়া জরুরি।’ স্থানীয় মানুষজন আরও বলেন, অবহেলার কারণে, নদীর জমি দখল করে ক্রমশ মানুষজন বসবাস শুরু করে। এখন শুধু চিহ্নটুকু বহন করছে বাঁকা। উল্লেখ্য ড. প্রণয় গাঙ্গুলীর নেতৃত্বে অভিযান শুরু হলেও পরে আরও অনেক বিশিষ্টজন এই অভিযানে অংশ নিয়েছিলেন বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Ind vs Eng 4th test Ranchi : রাঁচিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment