Sasraya News

Tuesday, February 11, 2025

Bangladesh Update : বাংলাদেশের করুণ সময়। লিখছেন : দেবব্রত সরকার  

Listen

বাংলাদেশের করুণ সময় 

দেবব্রত সরকার ★ সাশ্রয় নিউজ : ন অস্থির। মন ভালো নেই। ক’য়েকদিন আগেই “ছটপট করছে মন” বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। আমি সেইদিনই বুঝতে পেরেছিলাম। তাই লিখেছিলাম। অনেকেই দেখেছেন সেই পোস্ট। কমেন্ট করেছেন দু’চার জন। দেখেছি অনেকেই দেখেছেন। প্রায় ২৩০০-এর বেশি।

আজ খুব কষ্ট হচ্ছে। চোখে দেখে নিতে হলো। ঢাকার (Bangladesh, Dhaka)  রাস্তায় জনস্রোতে হারিয়ে গেল রাস্তার পাথরও। চুপ থেকে গেল বৃষ্টি। মনের কোনায় থেকে গেল মানুষের বিবেক। যদিও এর আগেই বিবেক বিষয়টি পরিচিত আমাদের সমাজের চোখে।

মৌলবাদ কখনও-ই শান্তির হতে পারে না। এখানে বোধের কোনও স্থান নেই। আলোর কোনও প্রকাশ নেই। এখানে আলো থেকে গিয়ে অন্ধকারের উপর ঝাঁপ দিয়ে হাঁতড়ে বেড়ান আলোর খোঁজে। আসলে মৌলবাদ উগ্রতা নিয়ে ঘোরে এখানে বোধের স্থান নেই। জনগণ যদি একটি জাতি নিয়েই থাকবে তাহলে গোঁড়ামির কি প্রয়জন? বাংলাদেশের এই কঠিন পরিস্থির জন্য দায়ী বুদ্ধিজীবী মহল। কেন সমর্থন করলো ছাত্রদের উপর একথ্যগুলির বর্ষাতে? বেশ কিছু সংবাদমাধ্যম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বক্তব্যতে স্পষ্ট বোঝা যায় গুলি চালানোর কোনও অর্ডার তিনি দেননি অথচ সেখানে গুলি চললো এবং মৃত্যু হলো ছাত্রদের। এটা যে পরিকল্পিত তা পরিষ্কার হতে দেরি হয়নি! অথচ সকল বুদ্ধিজীবী মহল আন্দোলন সমর্থন করলো তোলপাড় করলো সোশ্যাল মিডিয়া। সেই হুঙ্কারের নেপথ্যে যে শক্তি কাজ করছে কেউ টের পায়নি। প্রধানমন্ত্রী হাসিনা আঁচ পেয়েও চুপ করে বিশ্বাসের ভরসায় পা মিলিয়ে দেশের কথা ভেবে কোটার নিষ্পত্তি করতেই ঠাণ্ডা বাংলাদেশ হটাৎই গজরে উঠলো। মানে সিঁদুরে মেঘ। তলায় তলায় চক্রান্তকারীরা গোটা দেশে সরকারের বিপক্ষে গিয়ে ছাত্রমৃত্যুর প্রতিবাদ থেকে ঘুরে দাঁড়ালো জঘন্য রণনীতির কৌশল। আগুন থেকে মারাত্বকভাবে চড়াও হতে শুরু করল। ৫ আগস্ট রোনান্দোলনের ডাক দিলো। তাদের বিজয় মিছিল বেরুলো। শেখ মুজিবরের মূর্তির ভাঙচুর ভয়ানক অবস্থায় রূপান্তর ঘটলো। যা ইতিহাসের পাতায় কলঙ্কের দিন হিসেবেই উল্লেখ থাকবে! যারা এই ঘৃণার কাজটি করেছে তারা ভেবেও দেখলো না এই জঘন্য কাজ আমাদের নিজের পায়ে কুড়ুল মারার কাজ! বাংলা ভাষার মেরুদণ্ড ভাঙার কাজ! যেখানে অযৌক্তিকভাবে ধীরে ধীরে গণতন্ত্র বাঁচানোর নামে হত্যা করা হলো। (ক্রমশঃ) 

আরও পড়ুন : Sheikh Hasina : পদত্যাগ করেই দেশ ছেড়েছেন হাসিনা, সেনার হাতে বাংলাদেশের ক্ষমতা!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment