Sasraya News

Saturday, February 15, 2025

Bangladesh Crisis : দেশ ছেড়ে ভারতে আসার জন্য সীমান্তে জড়ো শরণার্থীরা, আটকায় বিএসএফ

Listen

সাশ্রয় নিউজ ★ কোচবিহার : চেয়ে ছিলেন ভারতে ঢুকতে। সীমান্তরক্ষী বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তেই আটকে দেয় বাংলাদেশীদের। তাঁদের কেউ কেউ দেন ‘জয় শ্রীরাম’ কেউ কেউ ‘আওয়ামীলীগ’ এর নামে স্লোগান দেন। কোচবিহারের শীতলকুচী পাঠানটুলির ভারত-বাংলাদেশ সীমান্তে এমনি ঘটনা ঘটে শুক্রবার। ভারতে আশ্রয় চেয়ে একত্রিত হন ওইসব মানুষ। জিরো পয়েন্টেই অপেক্ষা করছিলেন ওইসব শরণার্থীরা। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের একাধিক জায়গা। রাজনৈতিক অস্থিরতায় দেশ ছেড়ে ভারতে আশ্র‍য়ের জন্য দলে মানুষ জড়ো হন সীমান্তে। বিএসএফের কাছে তাঁরা ভার‍তে প্রবেশের অনুমতি চাইলে বিজিবির সঙ্গে আলোচনা করে ওইসব মানুষদের ফেরৎ পাঠানো হয় বলে উল্লেখ। বিএসএফ সূত্রের খবর, শুক্রবার ওই স্থানে অন্তত হাজারজন জড়ো হয়েছিলেন। ১৫৭ ব্যাটেলিয়ন তাঁদের আটকে দেয় বলে সূত্রের খবর।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Paris Olympics 2024 : মাত্র ১০০ গ্রাম ওজন স্বপ্ন ভেঙে দেয় বিনেশের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment