Sasraya News

Saturday, February 8, 2025

Bangladesh Art & Culture Academy : ছোটদের নিয়ে আর্ট ওয়ার্কশপ করল বাংলাদেশ আর্ট অ্যাণ্ড কালচারাল একাডেমী

Listen

সাশ্রয় নিউজ ★ ঢাকা : দৃষ্টিনন্দন আর্ট ওয়ার্কশপ হয়ে গেল সম্প্রতি। ওয়ার্কশপটি আয়োজন করে বাংলাদেশ আর্ট অ্যাণ্ড কালচারাল একাডেমী (Bangladesh Art & Culture Academy)। গত ১ মার্চ শুক্রবার সারাদিনব্যাপী পঞ্চম আর্ট ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকায়। অংশ গ্রহণ করেছিল বহু কিশোর কিশোরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্ট অ্যাণ্ড কালচারাল একাডেমী-এর (Bangladesh Art & Culture Academy) প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী প্রীতি দেব, চিত্রশিল্পী বিলাস দাস প্রেম।

ওয়ার্কশপের এক মুহূর্ত 

 

এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক সাইফুল ইসলাম। প্রীতি দেব জানান, “এই ওয়ার্কশপে শেখানো হয় পেনস্কেচ, পেন্সিল স্কেচ কালার প্যাস্টেল ও জল রং।” উপস্থিত অভিভাবদের বক্তব্য, “এরকম ওয়ার্কশপে কিশোর কিশোরীরা প্রকৃতির মাঝে ছবি আঁকার মাধ্যমে নিজের প্রতিভার প্রকাশ করতে পারে। তুলে ধরতে পারে নিজেদের শিল্প মেধাকেও। অংশগ্রহণকারীরা প্রকৃতিকে সামনে রেখে মনের আনন্দে ছবি আঁকে।”

একত্রে শিল্পের এই প্রজন্ম ও আগামী প্রজন্ম 

 

ওয়ার্কশপ শেষে সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রীতি দেব আরও জানান, “ছোটদের নিয়ে কাজ করার মজাটাই অন্যরকম। ভাষায় প্রকাশ করা যায় না সেই অনুভূতি। আমরা বারবার বিভিন্ন প্রেক্ষিতে তাঁদের নিয়ে কাজ করব।” 

আরও খবর : Jackky Bhagnani-Rakul Preet Singh : বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় গেলেন জ্যাকি-রাকুল!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment