



সাশ্রয় নিউজ ★ আগরতলা : আকাদেমি আগরতলা (Bangla Academy Agartala Award 2024) প্রদত্ত “অনঙ্গমোহিনী দেবী সাহিত্য পুরস্কার – ২০২৪” পেলেন দৈনিক বজ্রকণ্ঠ সম্পাদক তথা কবি রাজেশ চন্দ্র দেবনাথ। ‘দৈনিক বজ্রকণ্ঠ ‘ (Dainik Bajrakantha) এখন এই নামটিই প্রতিটি লেখকের মুখে মুখে ঘুরছে। এই দৈনিক কবিতা পত্রিকাটিকে নতুন সম্মানে সম্মানিত হল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরায় প্রথম আগমন দিবস স্মরণে ২৭ মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে অনুষ্ঠান হয়। বাংলা আকাদেমি আগরতলা নজরুল কলাক্ষেত্র চত্বরে নেকোল সভাগৃহে ২৭ মার্চ ২০২৪ বিকেল ৫ টায় ওই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে কবি রাজেশ চন্দ্র দেবনাথ -এর হাতে পুরস্কার তুলে দেন বাংলা আকাদেমি আগরতলা সম্পাদক ড. রবীন্দ্র কুমার দত্ত। এছাড়াও কবির হাতে মানপত্র তুলে দেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক বিমলেন্দ্র চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কবি ও লোকগবেষক শিবুরঞ্জন পাটারীকে ‘মহারাজা বীরচন্দ্র মাণিক্য সাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কারে ভূষিত করা হয়। শিবুরঞ্জন পাটারী হাতে পুরস্কার তুলে দেন ড. ভাস্কর রায় বর্মণ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল আলোচনা, পুরস্কার প্রদান, নৃত্যানুষ্ঠান, কবি সম্মেলন এবং মূকাভিনয়।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের (Tripura University) বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা নেকোল অধিকর্তা ড. নির্মল দাশ তাঁর বক্তব্যে বলেন, বাংলা আকাদেমি আগরতলা গত এক বছরে অনেক ভালো ভালো কাজ করেছে। তাদের এই অগ্রগতিতে তিনি খুবই আনন্দিত। তিনি আরও বলেন, দৈনিক বজ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক রাজেশ চন্দ্র দেবনাথ (Rajesh Chandra Debnath) তাঁর ছাত্র। ছাত্রের এই পুরস্কার প্রাপ্তিতে তিনিও গৌরম্বানিত। পুরো অনুষ্ঠানে নিজের সুমিষ্ট কণ্ঠে সুন্দরভাবে সঞ্চালনা করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মলয় দেব। পৃথিবীর সাহিত্যের ইতিহাসে নিজের নামটি স্বর্ণাক্ষরে পুঁতে দিয়েছে কবিতা পত্রিকা দৈনিক বজ্রকণ্ঠ। একমাত্র দীর্ঘস্থায়ী কবিতা পত্রিকাটি টানা ১৮৬৮ দিন ধরে প্রকাশিত হয়ে আসছে। যা শুধু বিস্ময় নয় অবিশ্বাস্য। আর এই অবিশ্বাস্য কাজটি ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে বসে খুবই নিখুঁত ভাবে করে দেখিয়েছেন কবি রাজেশ চন্দ্র দেবনাথ।
গত ২৬ জানুয়ারি ২০১৮ থেকে শুরু হওয়া এই কবিতা পত্রিকাটি এখন দেশ বিদেশের পাঠকদের প্রশংসা কুড়িয়ে এক অন্যন্য উচ্চতায় পৌঁছে এগিয়ে চলছে প্রতিদিন। সম-সাময়িক খ্যাতিমান কবিদের কবিতা ও গদ্যে প্রতিদিন সেজে উঠছে এই দৈনিক কবিতা পত্রিকাটি। দৈনিক বজ্রকন্ঠ এখন বাংলা সাহিত্যের তরুণ কবিদের কাছে অবাধ বিচরণের একটি উঠোন বলা যেতে পারে। প্রতিদিন প্রবীণদের পাশাপাশি নবীনদের কবিতায় প্রকাশিত হচ্ছে এই কবিতা পত্রিকাটি। বর্তমান সাহিত্য জগতে বছরে হাতেগোনা ক’য়েকটি সংখ্যা প্রকাশ করতে সম্পাদকদের হিমশিম খেতে হচ্ছে,সেখানে প্রতিদিন একটি কবিতা পত্রিকা চালিয়ে যাওয়া দুঃসাহস ছাড়া কিছু নয়। সাহিত্যপ্রেমীরা এটিকে সম্পাদকের দুঃসাহস হিসেবে দেখছেন।
আরও পড়ুন : Weather Report : বাড়বে তাপমাত্রা, সম্ভাবনা বৃষ্টির
