



ফাল্গুনী চক্রবর্তী ★ শিলং : বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলং’ আয়োজন করেছিল বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটির বিষয় ‘কথা ও গানে শ্রীহট্ট’। বঙ্গীয় সাহিত্য পরিষদ শিলংয়ে রবিবার বিখ্যাত লোকসঙ্গীত স্রষ্টা, মহাজন্দের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান বিদ্বজ্জনেরা। একইসঙ্গে আহ্বায়করা সকলের উপস্থিত থাকবার জন্য সকলকে আহ্বান জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন সঙ্গীত ও সংস্কৃতিপ্রেমীরা।

অনুষ্ঠানটি শুরু হয় বিকেল সাড়ে পাঁচটা থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বঙ্গীয় সাহিত্য পরিষদ শিলংয়ে বাঙালিদের একমাত্র সাহিত্যচর্চা কেন্দ্র। সেখানেই অনুষ্ঠানটি সুসম্পূর্ণ হয়। শিলংয়ে বসবাসকারী বাঙালি কবি-সাহিত্যিকরা ও সাহিত্যপ্রেমীরা এখানে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে একনিষ্ঠ থাকেন। এবং তাঁরা বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করছে।
আরও পড়ুন : Shillong : শিলং আরটিসি-এর মনোজ্ঞ পরিকল্পনা
