



তেভাগা এক্সপ্রেসে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সাশ্রয় নিউজ : বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুরে রেলে কাটা পড়লেন বছর ৫২-র একব্যক্তি। মৃতের নাম বাব রাম সরেন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে রেল লাইনের ধারে গিয়েছিলেন বাবুরাম। ওই সময় কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস বুনিয়াদপুর স্টেশন পেরোয়। তেভাগা এক্সপ্রেস পেরুনোর পরেই রেললাইনে একজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে প্ল্যাটফর্মের লোকজন। ছুটে যান তাঁরা। তাঁদের বক্তব্য, তেভাগা এক্সপ্রেসে কাটা পড়েছেন ওই ব্যক্তি। বুনিয়াদপুর স্টেশনে ঘটনাটি ঘটার পরে বালুরঘাট জি আর পি গিয়ে দেহ উদ্ধার করে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে রেল পুলিশ সুত্রে খবর।
ঘটনাটি নিছকই দুর্ঘটনা না অন্যকিছু তদন্ত করছে পুলিশ। বুনিয়াদপুরের চলসাদুল্লায় পরিবার পরিজনদের নিয়ে থাকতেন বাবুরাম। সকালে তিনি কেন স্টেশনে গেলেন? প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের ভেতর থেকে।
