



শিশির অধিকারীর কনভয়ে হামলা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শিশির অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। সূত্রের খবর, ওই সময় শিশির বাবু খেজুরি থেকে হেড়িয়ায় ফিরছিলেন। হঠাৎই বাইরে থেকে তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ধেয়ে আসে। ঘটনার আকস্মিকতায় গাড়ির চালক দ্রুত ব্রেক করেন। সূত্রের আরও খবর, তেঁতুলতলায় বেশ কিছু লোক ক্ষিপ্রভাবে পাথর ইঁট ছোঁড়েন। শিশির বাবুকে তাঁর সঙ্গে থাকা পাইলট কারের নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। শিশির বাবুর ছেলে দিব্যেন্দু অধিকারীর কথায়, ‘ঘটনার সময় আচমকা ব্রেক কষার ফলে গাড়িতে থাকা একজনের মাথায় আঘাত লাগে। তবে শিশিরবাবুর কোনও আঘাত বা চোটের ঘটনা ঘটেনি।’ তবে প্রশ্ন উঠছে, তাঁর গাড়ির আগে পুলিশের কনভয় থাকার পরেও কীভাবে এমন অপ্রীতিকর ঘটনা ঘটল?
