Sasraya News

ATK Mohonbagan : ভারতজয়ীরা শহরে ফিরলেন

Listen

ভারতজয়ীরা শহরে ফিরলেন 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশ জয় করে কলকাতা ফিরে এলেন এটিকে মোহনবাগান দল। আইএসএল জয়ীরা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতজয়ী ফুটবলাররা নামতেই সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভাঙে। মোমিনপুরে এটিকে মোহনবাগানের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য যে, বেঙ্গালুরু এফসিকে মোহনবাগান হারিয়ে আইএসএল চাম্পিয়ন হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read