



হকিতে সোনা জয় ভারতের
সাশ্রয় নিউজ ★ হাংঝাউ : হকিতে সোনা জিতল ভারত। এশিয়ান গেমসে শুক্রবার জাপানকে ৫-১ গোলে জাপানকে হারায়। আজ ভারতের হকি প্রেমীরা সোনালী সূর্য দেখল। স্বভাবতই, একটিই সুর নেটাগরিকদের কণ্ঠে, ‘চক দে ইণ্ডিয়া… ‘।
ভারতীয় হকি দল জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জেতার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যাণ্ডলে লেখেন, ‘exhilarating Gold Medal triumph by our Men’s Hockey Team at the Asian Games! Congratulations to the team for this outstanding performance. This team’s unwavering commitment, passion and synergy have not only won the game but also the hearts of countless Indians. This victory is a testament to their spirit. Best wishes for the endeavours ahead.’
উল্লেখ্য, হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারত ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সরাসরি খেলতে পারবে। কোনও অলিম্পিক্সে খেলার জন্য কোনও যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে হবে না হরমনপ্রীত সিংদের বলে উল্লেখ।এদিন অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের গোলে জয় নিশ্চিত হয় ভারতের। এশিয়ান গেমসে শুরু থেকেই নিজেদের জায়গা শক্ত করে নিয়ে খেলেছে ভারতীয় হকি খেলয়াড়রা। যেমন প্রথম ম্যাচে উজবেকিস্তান, পরের ম্যাচে সিঙ্গাপুর, ও তারপরে জাপানকে হারায় হরমনপ্রীতরা। এরপর পাকিস্তানকে ১০-২ গোলে হারিয়েছে ভারত। বাংলাদেশকে হারায় ৫-৩ গোলে।
