



শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনাজয় স্মৃতিদের
সাশ্রয় নিউজ ★ হাংঝৌ : শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল সোনা জিতল। প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা দল ১১৬ রান করে। ভারতের অধিনায়ক স্মৃতি মান্ধানা করেন ৪৬ রান। বাংলার তিতাস সান্ধুর অনবদ্য বোলিং এই জয়কে আরও মসৃণ করে দেয়। ১৯ রানে জয় ছিনিয়ে নিয়ে আসে ভারতের মেয়েরা। স্মৃতি এই জয় সম্পর্কে বলেন, ‘নীরজ চোপড়াকে অলিম্পিক্সের মঞ্চে দেশের জন্য সোনা পেতে দেখেছিলাম সকলে। তা সবাইকে উদবুদ্ধ করেছিল। দেশকে সোনা জিততে সাহায্য করতে পারাটা এক অনন্য অনুভূতি।’
