



শুটিংয়ে সোনা জিতল ভারতের মেয়েরা
সাশ্রয় নিউজ ★ নিউজ ডেস্ক : দলগতভাবে এবার শুটিংয়ে সোনা জিতল ভারতের মেয়েরা। ২৫মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন এষা সিংহ, মনু ভাকের ও রিদম সাংওয়ান। এই তিন ভারতীয় শুটারের একত্রে পয়েন্ট ১৭৫৯। দেশের হয়ে চতুর্থ সোনা জয়ী তাঁরা। এদিন দ্বিতীয় স্থানে খেলা শেষ করে চিন রুপো জয় করে। প্রসঙ্গত, ভারত এই মুহূর্তে এশিয়ান গেমস ২০২৩ -তে পদক তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে। পদক তালিকায় শীর্ষে রয়েছে চিন,
