



এশিয়ান গেমসে রুপো জিতলেন মাধুরী-কন্যা হারমিলান বেইন্স
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : হারমিলানের জন্মের আগে অ্যাথলেটিক্সে দৌঁড়েছিলেন। সেটা নেহাতই চাকরি বাঁচাতে। ২০২২ সালে মাধুরী সাক্সেনা এশিয়ানপ গেমসে রুপো এনে দিয়েছিলেন দেশকে। তাঁরই কন্যা হারমিলান বেইন্স রবিবার রুপো জিতলেন ১৫০০ মিটার দৌড়ে। মায়ের পথে হেঁটে মায়ের অপমানের জবাব দিলেন হারমিলান?
উত্তরপ্রদেশে জন্ম মাধুরী সাক্সেনার। বিবাহ সূত্রে থাকতেন পাঞ্জাবে। এশিয়ান গেমসে পদক পাওয়ার পরে চাকরি পান কর্পোরেশনে। কিন্তু তাঁর জন্ম পাঞ্জাবে না হওয়ায় তাঁকে মানসিক হেনস্থার মুখে পড়তে হয় বলে উল্লেখ। তিন মাসের অন্তঃসত্ত্বা মাধুরি এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য ফের ট্র্যাকে নামতে বাধ্য হন। মাধুরি তাঁর লড়াই জিতেছিলেন। তখন হারমিলান তাঁর গর্ভে!
সেই হারমিলান বেইন্স এশিয়ান গেমসে ১৫০০ মিটার দৌঁড়ে রুপো এনে দিলেন দেশকে। রবিবার হারমিলানের কাছে স্মরণীয় বৈকী!
