Sasraya News

Friday, March 28, 2025

Asian Games 2023 : এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের সোনা জয়

Listen

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের সোনা জয় 

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটে সোনা জিতল ভারত। বিশ্বকাপ শুরু হওয়ার জন্য ভারত ছেলেদের ক্রিকেটে সম্পূর্ণ দল পাঠাতে পারেনি। ঋতুরাজ গায়কোয়াড-এর অধিনায়কত্বে একটি দল এশিয়ান গেমসে যান। উল্লেখ্য যে, সম্প্রতি চলতি তিতাস সাধুরা দেশকে সোনা নিয়ে এসে দিয়েছেন। এবার শাহবাজ আহমেদ, ঋতুরাজ গায়কোয়াডরা দেশের হয়ে সোনা জিতল। এটি ভারতের মোট ২৭ তম সোনা জয় বলে উল্লেখ।  এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ফাইনালে  আফগানিস্তানকে হারায় ভারত। এদিন ফাইনালে পুরো খেলা হয়নি। বৃষ্টিবিঘ্নিত আফগান ও ভারত ম্যাচ। বৃষ্টির আগে ১৮.২ ওভারে আফগানিস্তানের স্কোর ১১২। আর তারপরই বন্ধ হয়ে যায় খেলা। ভারতের শিবম দুবে, আরশদীপ সিং, রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদরা একটি করে উইকেট তুলে নেন।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment