Sasraya News

Asia cup womens 2022 : মহিলা এশিয়া কাপ-এ ভারতকে হারালো পাকিস্তান

Listen

মহিলা এশিয়া কাপ-এ ভারতকে হারালো পাকিস্তান

সাশ্রয় নিউজ : মহিলাদের এশিয়া কাপে ভারতকে হারালো পাকিস্তান। এর আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মহিলা ক্রিকেট দল ৪২ বার মুখোমুখি হয়েছে। তার ভেতর মাত্র ৩ টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। ৩৯টি ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছে। টি-২০ তে দুই দলের মধ্যে খেলা হয়েছে মোট ১৩ বার। ভারত ১০ বার ও পাকিস্তান ৩ বার ম্যাচ জিতছে।

২০১৬ সালে লাস্ট ভারতকে হারিয়েছিল পাকিস্তান, দিল্লিতে টি-২০ বিশ্বকাপে। সেই দীর্ঘ খরা কাটালো আজ ভারতীয় দলকে হারিয়ে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি মহিলা ক্রিকেটাররা ১৩৭ রান করে। ভারতীয় মহিলা ক্রিকেটাররা জবাবে ১৯ ওভার ৪ বলে ১২৪ রানের মাথায় সব কটি উইকেট হারায়। মাত্র ১৩ রানে জয় পেয়েছে পাকিস্তান।

হরমনপ্রীত কৌররা আজকে সিলেটে এশিয়া কাপের ম্যাচে লড়াই জেতার লড়াই জারি রাখলেও ম্যাচ ধরে রাখতে পারলেন না। ম্যাচের মাঝেই খুব গরমে অসুস্থ হয়ে মাঠ থেকে বেরিয়ে যান উইকেট কিপার ব্যাটসম্যান রিচা ঘোষ। সুস্থ হয়ে ব্যাট হাতে মাঠে নেমে ২৬ রানের একটা দুরন্ত ইনিংস মাত্র ১৩ বল খেলে। শনিবার বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read