



ভারত ও নেপাল ম্যাচ শুরু, টস জিতে ফিল্ডিং নিল রোহিতরা
সাশ্রয় নিউজ ★ক্যাণ্ডি : এশিয়া কাপে আজ সোমবার ভারত মুখোমুখি নেপালের সঙ্গে। টসে জিজে ফিল্ডিং নেয় রোহিতরা। ব্যাট হাতে নেপালের ব্যাটাররা ভারতীয় বোলারদের মোকাবিলা করছে। ভারতের বোলারদের দখলে ১ উইকেট। ৭৭ রানে ব্যাট করছেন নেপাল।১৫ ওভার খেলা হয় এখনও পর্যন্ত। খেলা চলছে। ক্যাণ্ডির আকাশে মেঘের চোখ রাঙানিও আছে।
