



ভারতের ৩৫৬ তাড়া করতে নেমে দুই উইকেট খোয়াল পাকিস্তান
সাশ্রয় নিউজ ★ কলম্বো : ভারতের ৩৫৬ তাড়া করতে নেমে দুই উইকেট খোয়াল পাকিস্তান। ১১ ওভার শেষে পাকিস্তানের রান দুই উইকেট হারিয়ে ৪৪। ইমাম শুভম গিলের হাতে বুমরার বলে ক্যাচ তুলে দেন ব্যক্তিগত ৯ রানের মাথায়। অন্যদিকে, বাবর আজম উইকেট খোয়ান ব্যক্তিগত ১০ রানে। ক্রিজে আছেন জামান ও রিজওয়ান। আজকেও কলম্বোর আকাশে মেঘের ঘনঘটা।
