



বৃষ্টি বিঘ্নিত ভারত ও পাকিস্তান ম্যাচ
সাশ্রয় নিউজ ★ কলম্বো : ফের বৃষ্টি বিঘ্নিত ভারত ও পাকিস্তান ম্যাচ। কলম্বোয় অনুষ্ঠিত আজকের ম্যাচে টসে জেতে পাকিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারত ব্যাট করতে নামে। ৩৭ বলে হাফ সেঞ্চুরি করেন শুভমন গিল। রোহিত শর্মাও ৪২ বলে হাফ সেঞ্চুরি করেন। ভারতের স্কোর যখন ১২১ তখন রোহিত শর্মা ক্যাচ আউট হন শাদাব খানের বলে। ৫৮ রানে গিলকে উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফেরেন গিল। ক্রিজে তখন কেএল রাহুল ও বিরাট কোহলি। উল্লেখ্য, এদিন রাহুল ওয়ানডে ক্রিকেটে তাঁর ৪০০০ রান পূর্ণ করেন। ২৪.১ ওভার খেলা হলে ম্যাচ রেফারি বৃষ্টির জন্য ম্যাচ স্থগিত করেন। তখন ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ১৪৭। প্রেমদাসা স্টেডিয়ামে আজকের খেলা আদৌ শুরু হবে কী? চিন্তায় দুই দল!
-ফাইল চিত্র
