



সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রেকে আশাকর্মীরা (ASHA Workers Strike) বিশেষভাবে ধরে আছেন। প্রসূতিদের দেখভাল, শিশুদের টিকাকরণ, টিউবারকুলাসিস রুগীদের খোঁজখবর সহ স্বাস্থ্যসেবার একাধিক দিক দেখে থাকেন তাঁরা। এহেন ক্ষেত্রে তাঁরা যা বেতন পান, তাতে সংসার চলানোতে নাভিশ্বাস ওঠে বলেই মত আশা কর্মীদের। তাঁদেরই রোদ-ঝড়-বৃষ্টি মাথায় এলাকা ল্ল থেকে প্রসূতিদের ফোন এলেই তাঁদের নিয়ে ছুটতে হয় স্বাস্থ্যকেন্দ্রে। এত কঠোর পরিষেবা দিয়েও স্বপ্ল বেতন। মেলে না ছুটিও। বেতন বৃদ্ধি, ছুটি সহ একাধিক দাবিতে শুক্রবার বাঁকুড়ায় কর্ম বিরতি শুরু করেছেন আশা কর্মীরা। প্রসঙ্গত জেলায় প্রায় ২৫০০ হাজার আশা কর্মী কর্মরত। দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতি চলবে উল্লেখ। এক্ষেত্রে আগামী রবিবার পোলিও কর্মসূচী। আশা কর্মীরা কর্মবিরতি চালাতে থাকলে বিঘ্নিত হতে পারে পোলিও কর্মসূচী সহ স্বাস্থ্য-পরিষেবা, মত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অনেকেরই।
-সংগৃহীত ছবি
আরও খবর : PM Narendra Modi : কৃষ্ণনগর ১৫০০০ কোটি টাকার প্রকল্প সুচনা করলেন প্রধানমন্ত্রী
