



পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু মৃত্যু
সাশ্রয় নিউজ ★ আসানসোল : পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া। আসানসোলের শীতলা মোড় সংলগ্ন স্থানে গত কাল সোমবার একটি শিশুকে ধাক্কা দেয় পিকআপ ভ্যান। আসানসোল উত্তর থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়কের ওপর ওই দুর্ঘটনায় মৃত্যু হয় মহম্মদ হাসান নামে একটি শিশুর। তাঁর বাড়ি ঘটনাস্থল সংলগ্ন মৌজুরিতে। ঘটনায় বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাঁদের দাবি জাতীয় সড়কের ওপর আন্ডার পাশ না হওয়ায় বারবার এমন দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে এলাকার মানুষ। প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও কোনও কাজ হয়নি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক পুলিশ ও আসানসোল উত্তর থানার পুলিশ। যানচলাচল কিছুক্ষণ বন্ধ থাকে জাতীয় সড়কে। পরে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয় বলে উল্লেখ।
