Sasraya News

Arvind Kejriwal : সমন এড়ালেন কেজরীওয়াল

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : পরপর তিনবার ইডি-এর (ED) সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal)। আপ সুপ্রিমোকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি আফগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠায় বলে সূত্রের খবর। ইতিমধ্যে এই মামলায় জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লি আফগারি নীতি দুর্নীতি মামলায় আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকেও একাধিকবার তলব করে ইডি। যথাক্রমে ১২ নভেম্বর ও ২১ নভেম্বর ইডির ডাকে সাড়া দেননি কেজরীওয়াল। আজকে তাঁর ইডির মুখোমুখি হওয়ার কথা থাকলেও সূত্রের খবর, আজও তিনি ইডির মুখোমুখি হচ্ছেন না (Arvind Kejriwal Skips ED Summon)। অন্যদিকে, আপ-এর (AAP) পক্ষে কেজরীওয়ালের সমন প্রসঙ্গে জানানো হয়, ইডি অরবিন্দ কেজরীওয়ালকে (Arvind Kejriwal) সমন পাঠানো হয়েছিল তা বেআইনি। আপ-এর পক্ষে এও জানানো হয়, রাজনৈতিক স্বার্থে তাঁকে গ্রেফতার করার চক্রান্ত হচ্ছে। তবে ইডিকে তদন্তে সাহায্য করতে রাজি দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal, CM Delhi)।

-ফাইল ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read