Sasraya News

Arunachal Pradesh : বিজেপিতে যোগদান চারজন বিধায়কের

Listen

সাশ্রয় নিউজ ★ ইটানগর : বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চারজন বিধায়ক। অরুণাচল প্রদেশে বিধানসভার মোট আসন সংখ্যা ৬০। রাজ্যের ক্ষমতায় বিজেপি। চার বিধায়ক কংগ্রেস ও ন্যাশনাল পিপলস পার্টি ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ায় তাঁদের সদস্য সংখ্যা হল ৫৬। ইটানগরে  অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর উপস্থিতিতে  বিজেপিতে যোগ দেন কংগ্রেসের নিনং এরিং ও ওয়াংলিন লোয়ানডং। এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক গোকর বাসর ও মুচু মিঠি পদ্ম শিবিরে যোগ দেন রবিবার।

আরও খবর : Murshidabad : চেন্নাইয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read