



অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এক অধ্যাপককে গ্রেফতার হলেন পুলিশের হাতে। কোচবিহারের ওই অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্টারকে প্রাণনাশের হুমকি দেন বলে উল্লেখ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্ত অধ্যাপক রানা রায়-এর নামে শ্লীলতাহানির অভিযোগ করেন টালা একজন মহিলা। ২০১৯ সালে শ্লীলতাহানির অভিযোগে এর আগেও ওই অধ্যাপক গ্রেফতার হন বলে উল্লেখ। এছাড়াও পুলিশ সূত্রে খবর, ধৃত অধ্যাপকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার ওড়িশার ভুবনেশ্বর থেকে পুলিশ গ্রেফতার করেন।
ছবি : প্রতীকী
