Sasraya News

Wednesday, April 23, 2025

Army Truck Accident : দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, হত ৩ জওয়ান

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ইটানগর : অরুণাচল প্রদেশে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক। আপার সুবানসিরি জেলায় সেনাবাহিনীর একটি খাদে পড়ে যাওয়ার খবর। ঘটনাটি মঙ্গলবার ঘটে। প্রাণ হারান তিনজন সেনা-জওয়ান। তিনজনই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যাণ্ডের কর্মী বলে উল্লেখ। নিহত জওয়ানের নাম নায়েব মুকেশ কুমার, হাবিলদার নখাত সিং, ও গ্রেনেডিয়ার আশিস। ঘটনায় আহত আরও চারজন জওয়ান। পুলিশ তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে বলে উল্লেখ। ইটানগর পুকিশ সূত্রে খবর, সেনার ওই ট্রাকটি খাদে পড়ে যায়। আপার সুবানসিরির ওই দুর্ঘটনা স্থলেই প্রাণ হারান তিনজন সেনা-জওয়ান। আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

ছবি ঋণ : পিটিআই 

আরও পড়ুন : President Draupadi Murmu : আর জি কর কাণ্ডে সরব হলেন রাষ্ট্রপতি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment