Sasraya News

Army Helicopter Crashed in Arunachal Pradesh : আর্মি হেলিকপ্টার ভেঙে পড়ল, যাত্রীরা নিখোঁজ 

Listen

আর্মি হেলিকপ্টার ভেঙে পড়ল, যাত্রীরা নিখোঁজ 

সাশ্রয় জের ★ গুয়াহাটি : অরুনাচল প্রদেশে আজকে (শুক্রবার)  পাহাড়ে ভেঙে পড়েছে একটি অ্যাডভান্সড লাইট আর্মি হেলিকপ্টার। হেলিকপ্টারটি ভেঙে পড়েছে আপার সিয়াং জেলায় বলে সেনাসূত্রে জানা যাচ্ছে। দূর্ঘটনার সময় আনুমানিক সকাল ১০ টা ৪০ মিনিট বলে সেনাকর্তাদের খবর। ওই জেলার সেনা সদর দপ্তর থেকে প্রায় ২৫ কিমি দূরে কপ্টার দুর্ঘটনাটি ঘটেছে। ওই হেলিকপ্টারের যে সমস্ত মানুষজন ছিলেন তাঁরা এখনও নিখোঁজ। সেনাকর্তারা জানান, তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। কীভাবে আর্মি হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল এখনও জানতে পারেনি সংবাদমাধ্যম। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read