Sasraya News

Arjun Singh : লোকসভায় টিকিট না পেয়ে ক্ষুদ্ধ অর্জুন, ফের দল বদল করবেন!

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে (Arjun Singh) এবার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তাঁর জেতা ব্যারাকপুর লোকসভা সিটে প্রার্থী হয়েছেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের প্রতি উষ্মা প্রকাশ করেন ব্যারাকপুরের  সাংসদ। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মত, বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জিতেছিলেন অর্জুন। তারপর দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যান। এবার তাঁর বর্তমান দল তৃণমূল কংগ্রেস তাঁকে কোনও আসনেই টিকিট দেয়নি। তবে এবার কী দল বদল করবেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ! দলের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেন অর্জুন। তাঁর কথায়, ”আমি মরশুমী ফল নয়, বারো মাসের ফল। সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি। মনে আক্ষেপ তো থাকবেই। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি। ব্যারাকপুরকে ছেড়ে যাব না, এখানে জন্মেছি, এখানে মরব।” এখানেই থেমে থকেননি তিনি। আরও বলেন যে, ”আমি ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম, ব্যারাকপুরে লড়ব, ব্যারাকপুরের বাইরে লড়ব না। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত টিকিট দেওয়া হল না। এটা জীবনের অঙ্গ। দুঃখ শুধু এটাই, যদি দল আগে বলে দিত যে দেব না, সেভাবে চিন্তাভাবনা করতাম। দলের দায়িত্ব কেন নেব? দেড় বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না, শুধু সাংদ ছিলাম।” এবিষয়ে অর্জুন সিংয়ের ক্ষোভ, “আমাকে বলা হয়েছিল যে ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি। শেষ মুহূর্তে বলে দেওয়া হল টিকিট দেওয়া হবে না। এটা বিশ্বাস ভঙ্গ হয়েছে, ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি।” তৃণমূল নেতা তথা সাংসদ অর্জুন সিংয়ের এহেন মন্তব্যের পরেই সূত্রের খবর, দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হতে পারেন ব্যারাকপুরের সাংসদ!  এমনকী দল বদলের সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যায় না! তবে শেষ কথা বলবে সময়! দেখা যাক, তিনি কোন পথে হাঁটেন! ছবি : সংগৃহীত 

আরও খবর : Rachana Banerjee : লকেটের প্রতিদ্বন্দ্বী রচনা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read