Sasraya News

Thursday, February 13, 2025

Arjun Singh : ‘নির্দল হয়ে আমি দাঁড়াব না’ : অর্জুন সিং

Listen

সাশ্রয় নিউজ ★ ব্যারাকপুর : লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি অর্জুন সিংকে (Arjun Singh)। তারপরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অর্জুন। জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কী তিনি ফের দল বদল করবেন? নাকি, নির্দল হয়ে দাঁড়াবেন লোকসভায়? ব্যারাকপুরের সাংসদের কথায়, দল বদলের সিদ্ধান্ত নেবেন কি-না তা অনুগামীদের সঙ্গে কথা বলেই ঠিক করবেন। আক্ষেপের সুরে অর্জুন এ-ও বলেন, ‘বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একটু ভুল হয়েছে। নির্দল হয়ে আমি দাঁড়াব না।’ ব্যারাকপুরের সাংসদের কথায়, তিনি কথা বলেছেন ফিরহাদ হাকিমের সঙ্গেও। সাংবাদিকদের অর্জুন সিং জানান, ‘আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়। পার্থ ভৌমিক কাল আমার বাড়িতে আসবেন বলেছেন।’ একই সঙ্গে পার্থ ভৌমিক সম্পর্কে তাঁর বক্তব্য, ‘পার্থ বড় নেতা হয়ে গেছেন  বহুদিন আসেননি, কাল আসবেন।’ উল্লেখ যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একদা তৃণমূল নেতা ও বিজেপি সাংসদ তৃণমূলে ফেরেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে। -ফাইল চিত্র 

আরও খবর : Sukanta Majumdar : ন্যাজটের সভা থেকে সুকান্তর গর্জন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment