Sasraya News

Saturday, February 8, 2025

Aparajita Bill: ধর্ষণ বিরোধী বিল-এ সমর্থন বিজেপির

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজ্য সরকারের আনা ধর্ষণ বিরোধী বিল-এ (Aparajita Bill) সমর্থন বিজেপির। এদিন রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশ হয়। এই বিল-এর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বিলকে পূর্ণ সমর্থন করা হচ্ছে।’ এর আগে বিজেপির দুই বিধায়ক অগ্নিমিত্রা ও শিখা এই বিলকে সমর্থন করেন। তবে নয়া বিলকে সমর্থন করলেও শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারতীয় ন্যায় সংহিতায় সব আইন আছে, মৃত্যুদণ্ডের বলা হয়েছে।’ একই সঙ্গে বিরোধী দলনেতার তীর্যক কটাক্ষ, তৃণমূল কংগ্রেস আন্দোলন বন্ধ করার জন্য ও দৃষ্টি ঘোরাতে এই বিল।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Kolkata Doctors Protest : জুনিয়র চিকিৎসকদের নৈতিক জয়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment