Sasraya News

Anubrata Mondal : জেল হাসপাতালে চিকিৎসাধীন অনুব্রত

Listen

জেল হাসপাতালে চিকিৎসাধীন অনুব্রত 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : শ্বাসকষ্ট নিয়ে জেল হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল। আচমকাই তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তিহাড় জেল কর্তৃপক্ষ বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতিকে জেল হাসপাতালে ভর্তি করেন বলে উল্লেখ। জেল সূত্রে খবর, আপাতত কেষ্টর শারিরীক অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য  অনুব্রত মণ্ডল দীর্ঘদিন থেকেই তিনি একাধিক শারিরীক সমস্যায় আক্রান্ত। গতকাল তাঁর শ্বাসকষ্ট হলে চিকিৎসকরা অনুব্রতকে অক্সিজেন দেন। তিহাড় জেল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read