Sasraya News

Friday, March 28, 2025

Anubrata Mondal : অনুব্রতর জামিনের আবেদন খারিজ

Listen

অনুব্রতর জামিনের আবেদন খারিজ

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : গরুপাচার মামলায় জেলবন্দী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। এর আগেও তাঁর একাধিকবার খারিজ হয় জামিনের আবেদন। অনুব্রত আইনজীবীদের জানান, শরীর ভাল নেই। ক্ষয়ে যাচ্ছে পায়ের হাড়। এই জন্য রোগা হয়ে যাচ্ছে ডান দিকের পা। মঙ্গলবার হুইল চেয়ারে বসেই জেল থেকে আসেন রাউস অ্যাভিনিউ কোর্টে। এদিন কোর্টে আসেন গর পাচার মামলায় আরেক অন্যতম অভিযুক্ত সায়গল হোসেনও। মঙ্গলবার রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন ও অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলদের জামিন খারিজ করে দেন। এবং বিচারক তাঁদের ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment