



সাশ্রয় নিউজ ডেস্ক ★ চেন্নাই : পেশায় কৃষক দুই ভাই। সামান্য জমিতে চাষাবাদের কাজ করে সংসার প্রতিপালন করতে হয়। এমন সময় আসে ওই দুই একর জমিতে আর সংসার কুলিয়ে ওঠে না। তখন ট্রাক ড্রাইভারের কাজ তাঁদের বেছে নিয়ে হয়।
অথচ তাঁদের জমিতেই যে তাঁদের ভাগ্য জড়িয়ে আছে, জানতেন না ওরা নিজেও! দারিদ্র্য ও জীবন সংগ্রাম নিত্যসঙ্গী বয়া রামাজানেইলুদের। তাঁরা অন্ধ্রপ্রদেশের কুর্নুর জেলার জোন্নাগিরি গ্রামে বসবাস করেন।
গত শুক্রবার ক্ষেতে চাষ করছিলেন। লাঙলের ফলায় কিছু বাধে। প্রাথমিকভাবে তাঁর মনে হয়েছিল যে, ওটা পাথরই হবে। কাদা-জলে মাখামাখি বস্তুটি ভাল করে ধুয়ে এক স্বর্ণ ও হিরে ব্যবসায়ীর দ্বারস্থ হন। বস্তু দেখে ওই ব্যবসায়ীও চমকে ওঠেন। ভাগ্য খুলে যায় ওই চাষীর। সংবাদসূত্রে প্রকাশ যে, ওই স্বর্ণ ও হিরে ব্যবসায়ীর কাছে ৫ তোলা সোনা ও ১২ লক্ষ টাকার বিক্রি করে দেন।
ছবি : প্রতীকী
আরও খবর : Panjika : পঞ্জিকা কথা
