



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর (Anant Ambani -Radhika Marchant Wedding) বিয়ের অনুষ্ঠান নিয়ে মশগুল আম্বানি পরিবার। তাঁদের বিয়েতে দেশ-বিদেশের নানান অতিথিদের আসার খবর মেলে। বৃহস্পতিবার ছিল তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান। জামনগরে সেই অনুষ্ঠানে উপস্থিত হন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। পপ তারকা রিহানাও এদিন প্রাক বিবাহ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আসা অতিথিদের খাদ্য পরিবেশন করেন অনন্ত-রাধিকা। –সংগৃহীত ছবি
আরও পড়ুন : Ranveer-Deepika : রণবীর-দীপিকার ঘরে সেপ্টেম্বরেই আসছে নতুন সদস্য
