Sasraya News

Amit Shah : বুধবার ধর্মতলায় বিজেপির সভা, রাজ্যে আসছেন অমিত শাহ

Listen

বুধবার ধর্মতলায় বিজেপির সভা, রাজ্যে আসছেন অমিত শাহ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ওই দিন তিনি ধর্মতলায় দলীয় সভায় যোগ দেবেন। তাঁর সফর সূচী সম্পর্কে বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা ১১:০৫ নাগাদ শ্রী শাহ বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। বেলা ১টার সময় নামবেন কলকাতা বিমান বন্দরে (Kolkata Netaji Subhash Chandra Bose International Airport) সেখান থেকে হেলিকপ্টারে নামবেন রেসকোর্সে। রেসকোর্স থেকে বেলা ২:৪৫ নাগাদ পৌঁছবেন ভিক্টোরিয়া হাউসের সামনে দলীয় সভায়। ওই দিনই সভা শেষে বেলা ৩:৪৫ মিনিটে কলকাতা বিমান বন্দর থেকে বিমান ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Amit Shah) ফের দিল্লি উড়ে যাবেন।

আরও পড়ুন : Binay Tamang : অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয়

প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজ্য বিজেপি (BJP)  ও রাজ্য সরকারের (Government of West Bengal) ভেতর সভার স্থান নিয়ে জল ঘোলাও কম হয়নি! কলকাতা পুলিশ (Kolkata Police) বিজেপিকে (BJP) সভার অনুমতি না দিলে বিজেপি নেতৃত্ব হাইকোর্টের (Calcutta High Court)  সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন।  সেই রাইকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার  হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের যায়। অবশ্য সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখেন কলকাতা হাইকোর্ট-এর প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা সফল করতে কোমর বেঁধে দলীয় কর্মসূচী পালন করছে রাজ্য বিজেপি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবী, লোকসভা নির্বাচনের আগে এই সভাকে পাখির চোখ করে দেখছেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন : India vs Australia T20I Series : ৪৪ রানে জয় ভারতের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read