Sasraya News

Amit Shah : নেতাজি ইন্ডোরে “বিজয় সংকল্প” :  রাজ্যে পালাবদলের ডাক, রাজারহাটে ফরেনসিক সেন্টার উদ্বোধন করলেন অমিত শাহ

Listen

সাশ্রয় নিউজ ★ নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতা রাজ্যে রাজনৈতিক পালাবদলের রূপরেখা তৈরির সংকল্প ও অপরাধ দমনে প্রযুক্তিগত পরিকাঠামো শক্তিশালী করায় জোর দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার তিনি কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে “বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলনে” উপস্থিত ছিলেন। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, “বাংলায় দুর্নীতি, পরিবারতন্ত্র ও অপশাসনের অবসান হতেই হবে। বিজেপি-ই পারে প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে।” সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে বাংলায় বিজেপি সরকার গঠন করতে হবে। বাংলার মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছেন।” ওই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় নেতা ভি ডি শর্মা, দিলীপ ঘোষ-সহ জেলা ও মন্ডলের নেতৃবৃন্দ।

অমিত শাহর বক্তৃতায় উঠে আসে বিজেপি-শাসিত রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে উন্নয়নের ‘ব্যর্থতা’ প্রসঙ্গ। তিনি অভিযোগ করেন, “বাংলায় কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত, গৃহ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।” তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে পৌঁছনো, কেন্দ্রীয় সরকারের কাজ ও বাংলার বঞ্চনার কথা তুলে ধরতে হবে।”

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মঞ্চে অমিত শাহ। ছবি : সংগৃহীত

বিজেপি সূত্রে খবর, সম্মেলনের মূল লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ ও নিচু স্তরের নেতৃত্বকে আরও সক্রিয় করা। “বিজয় সংকল্প” কেবলমাত্র একটি সম্মেলন নয়, এটি বিজেপির নির্বাচনী প্রস্তুতির সূচনা বলেই দলের নেতৃত্ব মনে করছেন বলে উল্লেখ। প্রসঙ্গত উল্লেখ্য যে,
দলের অন্তর্দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা এবং ভোট ম্যানেজমেন্টে ঘাটতির বিষয়ে অমিত শাহ স্পষ্ট বার্তা দেন, “একসঙ্গে কাজ না করলে জেতা যাবে না। ব্যক্তিগত লড়াইয়ের জায়গা নেই, একমাত্র লক্ষ্য হওয়া উচিত মমতা সরকারকে হঠানো।” পাশাপাশি তিনি রাজ্য নেতৃত্বকে বুথ স্তরের সংগঠন মজবুত করার দিকেও নজর দিতে বলেন।

অন্যদিকে, এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজারহাটে “সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি” -এর নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক, রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক আধিকারিক। প্রসঙ্গত, নতুন এই ফরেনসিক ল্যাবরেটরি পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “অপরাধীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার ক্ষেত্রে ফরেনসিক পরীক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ল্যাব উন্নত প্রযুক্তি ও দক্ষ কর্মীবাহিনী দ্বারা পরিচালিত হবে। এই কেন্দ্র অপরাধ তদন্তে গতি আনবে, নির্ভুলতা নিশ্চিত করবে এবং বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াবে।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ৩০০টিরও বেশি ফরেনসিক ল্যাব তৈরি বা আধুনিকীকরণে উদ্যোগী হয়েছে। এই পরিকাঠামো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
অমিত শাহ বলেন, “আমরা চাই, প্রতিটি রাজ্যেই ফরেনসিক প্রযুক্তির যথাযথ ব্যবহার হোক। বাংলার মতো জনবহুল এবং গুরুত্বপূর্ণ রাজ্যে এই ল্যাব অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুলিশ, তদন্তকারী সংস্থা ও বিচার বিভাগের সমন্বয়ে অপরাধমুক্ত সমাজ গঠন করা আমাদের লক্ষ্য।”

একদিকে যেমন রাজনৈতিক মঞ্চে তীব্র আক্রমণ ও ‘পরিবর্তনের ডাক’, অন্যদিকে প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নে অগ্রগতি এই দুই রূপেই এদিন কলকাতায় কার্যত একাধিক বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। অন্যদিকে রাজ্য শাসক দল সূত্র তীব্র কটাক্ষ করে বলেন, “এটি একটি সুপরিকল্পিত কৌশল—রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি প্রশাসনিক উন্নয়ন দেখিয়ে রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়ানোই এর লক্ষ্য।”

রাজ্য রাজনীতির আসন্ন উত্তাপের প্রেক্ষাপটে অমিত শাহর এই সফর যে তাৎপর্যপূর্ণ, তা নিয়ে কোনও সংশয় নেই রাজনৈতিক মহলে। এখন দেখার, বিজেপির “বিজয় সংকল্প” আদৌ বাস্তবে কতটা রূপ নেয় এবং রাজারহাটের ফরেনসিক ল্যাব বাংলার বিচার ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে!

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Elon Musk : ট্রাম্প প্রশাসন থেকে ইলন মাস্কের পদত্যাগ: আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ প্রভাব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read