Sasraya News

Amir Khan : কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির খান

Listen

মেধা পাল, সাশ্রয় নিউজ ★ মুম্বই : দু’জন মানুষের মধ্যে দূরত্ব যখন হৃদয়ের গভীরে গেঁথে যায়, তখন সম্পর্ক টিকিয়ে রাখা যেন কষ্টকর দায়। কিরণ রাও (Kiran Rao) ও আমির খান (Aamir Khan) এক সময় বলিউডের অন্যতম ‘আইডিয়াল কাপল’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের চোখে-মুখে ছিল বোঝাপড়ার আলো, ছিল সৃষ্টিশীলতার এক অভিন্ন পথ। কিন্তু সেই পথ আজ ভিন্ন হয়ে গিয়েছে। বিচ্ছেদের চার বছর পরে এসে আমির নিজেই জানালেন, কারণটা ছিল ভেতরের ফাঁকা শূন্যতা। এক সাক্ষাৎকারে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অকপটে জানালেন, “কিরণের সঙ্গে আমার সম্পর্ক একসময় আবেগহীন হয়ে পড়ে। আমি আর অনুভব করতে পারছিলাম না। আমার মধ্যে একটা ইস্পাতের খোলস তৈরি হয়েছিল, যার ভেতরে কোনও অনুভূতি প্রবেশ করতে পারত না।”

ছবি : সংগৃহীত

রিনা দত্ত (Reena Dutta)-র সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন আমির। পনেরো বছরের বেশি সময়ের সেই দাম্পত্যে ছিল বন্ধুত্ব, সহমর্মিতা, এমনকী একসঙ্গে ছবি প্রযোজনার মতো পেশাগত সাফল্যও। কিন্তু তারপর কী এমন ঘটল, যা এত দিনের সম্পর্কে ছেদ টানল? আমির বলেন, “কিরণ চেষ্টা করেছিল সব কিছু ঠিক করতে। কান্নাকাটি করত। বোঝাতে চাইত। কিন্তু আমি এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম যে, কিছুই আর কানে ঢুকত না। নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছিলাম।” অভিনেতার মতে, সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছেটুকু থাকা জরুরি। কিন্তু যখন মনের মধ্যে অনুভবই আর থাকে না, তখন কেবল দায়বদ্ধতার খোলসে সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া কঠিন।

বিচ্ছেদের কারণ তিনি একেবারে খুলে বলেননি ঠিকই, কিন্তু তাঁর আত্মবিশ্লেষণ থেকে অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। অভিনেতার কথায়, “আমার অহংবোধ, আমার নিজের ভেতরের গ্লানি, এগুলো আমাকে একঘরে করে ফেলেছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না, কী হারাচ্ছি, কী চাইছি।” এই কথাগুলো নিছক একজন তারকার নয়, একজন মানুষের, যিনি নিজের ভুলের ভার নিয়ে চলেছেন। সেই ভুল কি শুধু কিরণকে নিয়ে? না, তার আগে রিনা দত্তের সঙ্গেও দীর্ঘ সময় কাটিয়ে বিচ্ছেদ হয়েছিল তাঁর। সেই প্রসঙ্গেও উঠে এল তাঁর কণ্ঠে অনুশোচনা। “মাত্র চার মাসের পরিচয়ে আমি রিনাকে বিয়ে করি। সেটা একটা ভুল ছিল। আমরা দু’জনই তখন নিজেদের চিনতাম না। সম্পর্কটা প্রস্তুত ছিল না।” বললেন আমির।

এই আত্মকথনে কোথাও নেই নাটকীয়তা, নেই শো অফ। বরং, রয়েছে বাস্তব জীবনের কাঠিন্য ও আত্মসমালোচনার সুর। কিরণের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও এখনও তাঁরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। একসঙ্গে ছেলে আজাদের (Azad Rao Khan) অভিভাবকত্ব সামলাচ্ছেন। আলাদা থাকলেও বন্ধুত্ব ও সহানুভূতির জায়গা এখনও অটুট বলে জানিয়েছেন দু’জনই বহুবার। কিন্তু বলিউড যখন দাম্পত্য সম্পর্ককে গসিপ আর গ্ল্যামারের মোড়কে দেখে, তখন আমিরের এই স্বীকারোক্তি যেন এক নতুন আলোকরেখা। যেখানে ভুল স্বীকারের সাহস রয়েছে, যেখানে সম্পর্কের ভাঙনকে আত্মপক্ষ সমর্থনের আড়ালে ঢেকে দেওয়া হয়নি। চার বছর পর এসে আমির খান নিজের মন খুললেন। বললেন, কীভাবে তিনি ‘ইস্পাতের খোলস’ হয়ে গিয়েছিলেন। একদিকে একান্ত একাকীত্ব, অন্যদিকে ভেঙে পড়া এক সম্পর্ক এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আজ তিনি স্পষ্ট জানালেন, “আমি আবেগহীন হয়ে পড়ছিলাম। সারা জীবনের জন্য।”
এ কথা হয়ত ব্যথা দেয়, কিন্তু সেই ব্যথাতেই হয়ত লুকিয়ে আছে সম্পর্কের সত্যিকারের মূল্য। আর সেই সত্যিই আজ স্পষ্ট হল আমিরের কণ্ঠে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone : মুম্বইয়ের বর্ষায় অটো রোম্যান্স, দীপিকার ‘প্রথম প্রেমিক’ কী বললেন?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read