



পরিধি চক্রবর্তী ★সাশ্রয় নিউজ : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Amir Khan) আবার খবরের শিরোনামে। ২০০৭ সালে ‘তারে জমিন পর’-এর মাধ্যমে আবেগঘন গল্প দিয়ে দর্শকের মন জয় করেছিলেন, এবার তিনি নিয়ে আসছেন তার ‘ভাবগত’ ধারাবাহিকতা ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par)। তবে এবার শুধু একটি মুভি নয়, বরং এটি তার ব্যক্তিগত জীবনের আবেগ, পরিবার এবং বাস্তব জীবনের গল্পের এক অনন্য প্রতিফলন।
সবচেয়ে চমকপ্রদ খবর হল, এই ছবির শেষাংশে পর্দায় হাজির হবেন আমিরের জীবনের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী, তার মা জিনাত হুসেন ও বড় বোন নিখাত খান। এই দুই মহিলার পর্দায় আসা শুধুই ক্যামিও নয়। এই ছবি আমিরের কাছে একটি গভীর আত্মিক উৎসর্গ। পরিবারের সঙ্গে এই আবেগঘন যাত্রা সম্পর্কে আমিরের প্রোডাকশন হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “এই ছবিটি শুধুমাত্র একটি সিনেমা নয়, আমিরের জীবনের এক অধ্যায়। তার মা বর্তমানে ৯০ বছর বয়সী ও অনেকদিন ধরেই অসুস্থ। জীবনের এই পরিণত সময়ে তিনি তার মায়ের সঙ্গে এই বিশেষ মুহূর্তটি ভাগ করে নিতে চান।” আসলে, জিনাত হুসেন এবারই প্রথমবারের মতো কোনও চলচ্চিত্রে স্ক্রিন টাইম পাচ্ছেন। বলিউডের ইতিহাসে এমন ঘটনা বিরল। শুধু তাই নয়, আমিরের দিদি নিখাত খান, তিনি অতীতে বেশ ক’য়েকটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। এবারও ভাইয়ের পাশে পর্দায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকায় থাকবেন।
‘সিতারে জমিন পর’ একটি স্পোর্টস ড্রামা। যা মূলত হলিউডের জনপ্রিয় ছবি ‘চ্যাম্পিয়ন’ এর ভারতীয় সংস্করণ। ছবিতে আমিরকে দেখা যাবে এক ক্রীড়া প্রশিক্ষকের ভূমিকায়, যিনি এমন একটি বাস্কেটবল দল গড়েন। যেখানে প্রত্যেকে মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছে। এই অসাধারণ প্রতিভাধর কিন্তু উপেক্ষিত তরুণদের নিয়ে গঠিত দলকে নিয়ে এগিয়ে যাওয়ার গল্পই এই ছবির কেন্দ্রবিন্দু। এই ছবিতে আমিরের বিপরীতে থাকছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। জেনেলিয়া দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন। পাশাপাশি আরও দেখা যাবে একাধিক নতুন মুখ, তাঁদের এই ছবির মাধ্যমে বলিউডে তাদের অভিষেক ঘটাচ্ছেন। ছবিটির পরিচালনা করেছেন আর.এস. প্রসন্ন। ইতিপূর্বে তিনি সমাজসচেতন ও আবেগঘন ছবির জন্য প্রশংসিত হয়েছেন। তিনি জানান, “এই ছবি শুধুই স্পোর্টস কিংবা ড্রামা নয়, এটি মানুষের ভেতরের শক্তি ও বিশ্বাসের উদাহরণ।”

চিত্রনাট্যের গভীরতা ও আবেগের সঙ্গে যুক্ত হয়েছে পারিবারিক বন্ধন। যা হয়ত ছবিটির সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে। আমিরের নিজের জীবনের বাস্তব চরিত্রদের এভাবে সিনেমার অন্তিম দৃশ্যে যুক্ত করা একদিকে যেমন দর্শকের আবেগ ছুঁয়ে যাবে, তেমনই এটিকে রূপ দেবে এক বাস্তবধর্মী আত্মজৈবনিক অভিজ্ঞতায়। ‘সিতারে জমিন পর’ মুক্তি পাবে আগামী ২০ জুন। আর ইতোমধ্যেই বলিউডের অন্দরমহলে শুরু হয়েছে আলোচনা। এই ছবি কি আমিরের কেরিয়ারে নতুন আবেগের মানচিত্র তৈরি করতে চলেছে?প্রত্যেক ছবিতে নতুন কিছু করে দেখানোর প্রবণতায় বিশ্বাসী আমির খান এবারও ভেঙেছেন প্রচলিত ছক। এই ছবিতে তিনি কেবল একজন অভিনেতা বা প্রযোজক হিসেবে নয়, একজন পুত্র ও ভাই হিসেবেও সামনে এসেছেন। ব্যক্তিগত আবেগকে শিল্পের রূপ দেওয়ার এই প্রয়াস বলিউডে নিঃসন্দেহে বিরল এবং উল্লেখযোগ্য।
দর্শকেরা অপেক্ষায় আছেন, সেই এক মুহূর্তের জন্য। যখন বাস্তবের মা-পুত্র কিংবা ভাই-বোনের বন্ধন মিশে যাবে রূপোলি পর্দার গল্পে। এই সিনেমা যেন শুধু আর একটি ছবি নয়, বরং হৃদয়ের খুব কাছে চলে আসা এক অসাধারণ অনুভব।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Amir Khan : কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির খান
