



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : খোদ কলকাতায় (Allegation of breting up the youth and his girlfriend in Kolkata) যুগলকে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ। অভিযোগ অজ্ঞাত পরিচিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার টালিগঞ্জ থনায় এক যুবক তাঁর বান্ধবীরকে মারধর ও হেনস্থার অভিযোগ দায়ের করেন অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে। রাহুল নামে ওই যুককের কথায়, শরৎ বোস রোডে একটি মিষ্টির দোকানে তাঁরা মিষ্টি কিনছিলেন। হঠাৎ ক’য়েকজন বাইক আরোহী সেখানে এসে তাঁর বান্ধবীর স্কুটিতে লাথি মারতে থাকেন। ঘটনার প্রতিবাদ করতে গেলে রাহুলকেও তাঁরা মারধর করেন। তাঁর বান্ধবীকেও হেনস্থা করা হয় বলে উল্লেখ। শুধু তা-ই নয়, অজ্ঞাতপরিচয় বাইক আরোহীরা তাঁদের প্রাণনাশের হুমকি হুমকি দেয় বলে উল্লেখ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানিয়ে আক্রান্ত যুবক টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। -প্রতীকী ছবি
আরও পড়ুন : Rabindranath Tagore : রবীন্দ্র জন্ম-জয়ন্তী উদযাপন
