



মাছ ধরতে গিয়ে মৃত্যু যুবকের
সাশ্রয় নিউজ ★ কামাখ্যাগুড়ি : মাছ ধরতে গিয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম মধুসুদন রাভা (৩৩)। স্থানীয় সূত্রে খবর, যুবক রবিবার দুপুরে পূর্ব শালবাড়ির (Shalbari) জোড়াই নদীতে (Jorai River) মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়েই নদীতে তলিয়ে যান যুবক। স্থানীয় মানুষজন বারবিশা ফাঁড়িতে খবর দেন। পুলিশ নদী থেকে যুবকের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কামাখ্যাগুড়ি ফাঁড়ির (Kamakhyaguri Phanri) পুলিশ যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান বলে উল্লেখ।
